চলেই যাব,
বলে যাব কিছু কথা…
পূর্ণিমার চাঁদ দেখে কখন ভাবিনি,
তবুও জ্বালা তো ছিলই


ভরা বানে ভাসিনি কখনো,
মরা জোয়ারে করেছি কেনাবেচা
স্তিমিত আলোয় প্রেমের জোয়ার
তবু কথা রাখেনি
বরুণারা


অসংখ্যা প্রভাতী সংগীত
হৃদয়ের আনাচে-কানাচে
অথচ-
গোধূলি বেলার নিঃসঙ্গতা
আমারই পাপ্য!