তোমার ঈশারায় ছেড়েছি
                     আমার ধর্ম
তোমার জন্যেই  
          সবুজ পৃথিবীকে করছি কেশহীন
বসন্তের আগমনে
                যখন কোকিল ডেকেছিল
প্রেমের আলিঙ্গনে,
               আমি সমুদ্র মন্থন করেছি-
তোমার আশায়।


তোমার স্পর্শ পেলাম না আজও
আমার রূক্ষ মরুতে শুধুই বালুরাশি-
আমি উদ্ভ্রান্তের মতো ছুটেছি
সব মায়াময়
তোমার অনুভুতি
তোমার অনঙ্কার


আমি রইলাম নিষ্ফলার বক্ষে
আমি রইলাম চাতকের মতো
শুধু তোমার অলিঙ্গনের অপেক্ষায়।



রচনাঃ
দ্বারভাঙ্গা, বিহার
০৭/০৭/২০১৭


মরিচিকা