সাদামাটা জীবন
নাকি রঙিন শব্দের বুনন
কোনটি চায় কবি মন?
শিল্পী কি বেছে নেয় সাদামাটা ক্যানভাস?
দেশজ শব্দের চাষ
ভুলছে নাকি বাঙালী!
কারখানার উপজাত
কবির লেখনী নাকি শিল্পীর তুলি!
ঊষর ধূষর মরুতে ফুল ফোটায় কবি,
শিল্পীর ক্যানভাসে ধরা দেয় মরীচিকা।
অনাড়ম্বর সাহিত্যবাসরে ওঠে
শব্দের ফোয়ারা।
শিল্পীর তুলিতে নামে
রঙীন ঝর্ণাধারা।


এ কী শুধুই কল্পনা!
বাস্তবতা-
কী কবি-শিল্পীর ঝুলিতে অধরা!


রচনাকালঃ ১৭/১২/২০১৫