ক্ষত-বিক্ষত হৃদয়ে পথ চলা যায়
ক্ষতহীন হৃদয়, ডুমুরের ফুল।
বেদনা প্রসূত ফল সুমধুর।


আত্মসংগ্রামের জেদ
বহন করে সাফল্য
নিঃসংকোচে ভালোবাসতে জানে নিজেকে।


ক্ষুধার্ত শিশু স্তন্যপান করে,
দুধের স্বাদ খোঁজে না।
অবোধ শিশুর জন্য
তার মায়ের বুকে অমৃত
ঢেলে দেয় বিধাতা।


জ্বলতে- জ্বলতে, পুড়তে- পুড়তে
স্বপ্ন খুঁজতে হবে।
দেখতে হবে উষার রক্তিমাভ রুপ,
রাঙাতে হবে নিজেকে।


ব্যর্থতার ফাটল বেয়ে
নেমে আসে জীবনের দৃঢ় অঙ্গীকার।
দগদগে ক্ষত
শুকোলেই বিপদ!



রচনাকালঃ ০৪/০২/২০১৫