যখন মাতৃ বক্ষেই ছিল একমাত্র কেন্দ্র
        কোন সম্পর্কীয় ব্যাসার্ধে আসিনি
তখন থেকেই তোমার সৃষ্টিতে পরিচয়
        শৈশবসঙ্গী একমাত্র তুমিই
আজ মধ্য গগনে ঊজ্জ্বল রবি কিরণে
       আমার আত্ম সন্তুষ্টকরণ
       আমার প্রেরণা ও ভালোবাসা


আসমুদ্র পাওয়ার আকাশ ছোঁয়া আনন্দ
সর্বতোমুখী প্রতিভার বিচরণ ভূমিতে কালি
              সব শুভ্রতাকে ছাড়িয়ে অন্ধ বিন্দু


যদি এমন শুভ্রতুষার পেতাম,
যে সম্পূর্ণ কালিমালিপ্ত
যদি এমন কোন নীল চাষিকে পেতাম
যার রক্ত নিঃসস্র নীলত্ব -
আমাদের কলঙ্কিত অধ্যায়কে আলোকীয়
আবেশে নিমজ্জিত করতে পারে,
তবে আমি গন্ধমাদন উপড়ে নিতাম
তোমার শুভ্রতার জন্য


তোমার বেলাভূমি পড়ে আছে
             তোমার পদচিহ্ন
আমদের সমস্ত কলঙ্কের ছাপ
ধুয়ে যাক আসন্ন সুনামিতে
বিশ্ববিজয়ীর পদযুগলে বিশ্ববাসীর
এটাই হোক একমাত্র প্রার্থনা...



বিঃদ্রঃ   কবিতাটি স্মরণ কমিটির "রাখি সংখ্যা"য় প্রকাশিত