সূর্যোদয়ের সাথেই এসেছিলে এ গরিবের দ্বারে
ধূসর বর্ণা, গোলকীয় চোখে তাকিয়েছিলে অপলক।


দোলাচলে ছিলাম তোমার পরিচয়ে
নিজেকে তো গুঁটিয়ে রেখেছিলে আবরণে-আভরণে
আমার সাধ্যি কী!


বিচিত্র রূপে দেখেছি,
রেখেছিলাম অযত্নে অবহেলায়
হয়তো তোমার নীরবতাই প্রতিবাদ,
হয়তো তোমার নিষ্পলক চাহুনিই ধিক্কার-
আমার জন্য, আমার কর্মের জন্য।


তাই তোমাকে মুক্তি দিলাম
তুমি মুক্ত বিহঙ্গ।
অবাধ নীলাচল তোমার বিচরণ ক্ষেত্র
তোমাকে বন্দী করার ক্ষমতা আমার নেই


যাও পাখি উড়ে
আমি ভবঘুরে
মনের মন্দিরে
রাখিব যে তোরে।


রচনাকালঃ২১/০৪/২০১৭