একটা গোপন কাজ চলছে সর্বদা,
গোপনে- সন্তর্পনে, মাটির নীচে।
স্রোতের অভিমুখে বাঁধ বাঁধানো,
কংক্রিটের শক্ত মজবুত সে বাঁধ।
দীর্ঘদিনের শ্রমের প্রতিফলন ঘটে
বিদ্যুৎ চমকের মতো এক ইশারায়।
ঝলসে উঠে মিলিয়ে যায় বাতাসে।
ঝড়ের আভাস দেয় পত্রের মর্মর ধ্বনি।
প্রনয়ের আত্মহত্যা চলছে অবিরাম।
মাটির গর্ভে জন্ম নিয়ে অন্তরিক্ষে কর্ম।
যন্ত্র মানবের আগ্রাসী হস্তক্ষেপে
বিপন্ন মেঘ, মেঘের বৃষ্টি।
গোপন কাজ চলতেই আছে-
ছড়ানো স্বার্থপর ইঙ্গিতে।


রচনাকালঃ ১৫/০৩/২০১৫