নামে দেশটি ভারতবর্ষ
         অনেক সাধুর বাস,
চোরা কারবারি মদ বিক্রি
         বাড়ছে বারমাস।


জ্ঞাণী-গুণী মহৎ ব্যক্তির
          পড়ছে না যে দৃষ্টি,
মদের দেশে আজকে ও ভাই
          এ কি অনাসৃষ্টি।


লেখাপড়া শিখে মানুষ
          থাকছে আজ বেকার,
আছে যার ভুরি-ভুরি
          সেই হচ্ছে সাকার।


ধনীদের কারবারে
           ছেয়ে গেল দেশটা,
বলতে পার ছাত্র সমাজ
          এ অন্যায়ের কে স্রষ্টা?


শক্তিশালী আজ যে মোরা
           হতে নারি বিমুখ,
সমাজের এ অন্যায়ের
           প্রতিবাদ করনা সম্মুখ।