প্রথম শিক্ষা গুরু তুমি
     জান না লেখা পড়া
মূর্খ যারা বলে তোমায়
     নির্বোধ অতি তারা।
জ্ঞানের চোখে হাতে খড়ি
     শুনেছি অনেক গল্প
কোলে তুলতে পরের ছেলে
     আমায় নিতে অল্প।
দুঃখ আমি পাইনা তাতে
     কষ্ট পেয়েছি ঠিকই
কেঁদে বুক ভাসায় যখন
     কষ্ট পাও দেখি।
জন্ম হতেই দুঃখী তুমি
     শুনেছি মায়ের মুখে
যাদের জন্য করতে তুমি
      তারা থাকতো সুখে।
যাকে তুমি বুকে করে
      করতে ঘোরা ঘুরি।
সেই বিশ্বাস ঘাতক তোমার
      বুকে মারলো ছুরি।
যখন আমি বড়ো হলাম
      তোমার শিক্ষা নিয়ে
জীবন ব্যাধি ধরলো তোমায়
      পড়শি এলো এগিয়ে।
তবুও ঐ পিশাচের দল
       বলল না একটি কথা
জানি তুমি আমার থেকেও
       পেয়েছো অনেক ব্যাথা।
তারা আমার পর হলেও
       ওরা তোমার আপন
ওদের নিয়ে কত শত
       দেখেছো যে স্বপন।
তুমি ঐ নরাধমকে
       করবে না ক্ষমা
দুঃখ কষ্ট পাক তারা
       যত তোমার বুকে জমা।
হয়তো তুমি পারবে না
       তুমি যে জ্ঞানি
আমি যে তোমার সন্তান
      একটু অভিমানি।


রচনা কালঃ২৭/০১/২০০৭