প্রিয় এডমিন,


শতরূপে ভালোবাসা উন্মুক্ত হোক সকল কবিতা প্রেমীর দ্বারে।


     জেনে আনন্দ পেলাম যে চুড়ান্ত তালিকায় ৮১ জন মহান কবির মোট ১০০ কবিতা স্থান পেয়েছে।


     জানি না এদেশ থেকে ঐ ‘শতরূপে ভালোবাসা” পাব কিনা। যদি সম্ভব হয় ডাকযোগে পেতে পারি কিনা জানিনা । জানালে ভালো লাগবে।


      আমার মনে হয়েছে “শতরূপে ভালোবাসা”-তে শত কবির শত কবিতা থাকলে ভালো হতো। আর কি ভালো মানের কবিতা পাওয়া গেল না? না গেলে আর.ও কিছু কবির সুযোগ কি দেওয়া যেত না।
      প্রিয় এডমিন এবং  আমার প্রিয় কবি বন্ধুরা এটা ভাববেন না যে আমি এই সুযোগ পাবার জন্য এ কথা বলছি। “শতরূপে ভালোবাসা” তে শত কবির স্থান পাওয়াটাই আমার কাছে অগ্রগন্য বলে মনে হয়েছে।অবশ্যই তাতে কবিতার মানের দিকেও নজর রাখতেই হবে। হয়তো সেই কারণেই ১০০ কবির সংখ্যাটা পূরণ হয়নি।


বিষয়টার প্রতি সকলের মন্তব্য আশা করছি...