ফুলের মত প্রবিত্র তুমি
মধুর চেয়েও মিষ্টি,
তোমায় দেখে তাইতো মোর
এত প্রেমের সৃষ্টি।
মিষ্টি তোমার নামটি ওগো
কৃষ্ণকালো চুল,
তাইতো বলি এই নজরে
হয়নি কোন ভুল।
চোখ যে  তোমার পটল চেরা
নাকটি মানান সই,
তোমার মতো এই জগতে
আর দেখি কই?
তোমায় আমি ভালবাসি
এই কারনেই নয়,
দেখতে শুনতে ভালো হলেই
ভালোবাসা হয়?
বলতে পারো তবে কেন
এত বাসি ভালো?
এই প্রাণে প্রেম-বৃষ্টি
কেমন করে এলো?



রচনাকালঃ ০৭/০৫/১৯৯৮