দ্রুতগামী রেলগাড়ী
কু-ঝিক ঝিক ছুটে চলেছে,
স্টেশনে স্টেশনে থামবে
কয়েক মুহূর্তের জন্য।
তারপর-আবার ছুট।


ওয়াটসন কিম্বা গডস সন
চলন্ত-ছুটন্ত ইঞ্জিন!
বিকল হলেই কারশেড।
প্রস্তুত আছে আধুনিক সাজ-সরঞ্জাম
যন্ত্রপাতি আর টেথোস্কোপ।
আবার দাড় করানো হবে
রেলের উপর-
ছোটার জন্য।


এক স্টেশন থেকে আর এক স্টেশনে
চলতে চলতে অনেক বাধাঁ-বিপত্তি
কুয়াঁশার চাদর ফুঁড়ে
তবুও চলতে হবে।
কখনো বন্ধুর, কখনো মসৃন
কখনো চড়াই, কখনওবা উতরাই।
অবজ্ঞা বা ভালোবাসার হাতছানি
থামাতে পারেনা।


সময়ের সঙ্গে পাল্লা দিয়ে
ছুটে চলে গন্তব্যে-
জানা-অজানা গন্তব্যে।
তারপর-
চরম কারশেড!


রচনাকালঃ ০৪/০২/২০১৫