কে বলেছে ডাইনোসর শেষ!


অন্ধকার হলেই ঝলসে ওঠে
নলের আগুন।
বিকট শব্দে ঘুম ভেঙে যায় শিশুর।
দাঁত-মুখ- নখ খিচিয়ে ওঠে
আজকের ডাইনোসর।


কে বলেছে ডাইনোসরের যুগ শেষ!


একাকী পথ চলেছ কখনো?
ডাইনোসরের হুঙ্কার শোননি ?
বুক কেপে উঠেনি-
কম্পিত হৃদয়ে চেপে ধরণি প্রাণবায়ু!
ডাইনোসরের রাজত্ব শেষ হয়েছে কী?


আজকের ডাইনো আরো ভয়ংঙ্কর
আরো শক্তিশালী।
তারা নারী যোনিরসে তৃপ্ত।
মাংস পিন্ড তাদের খেলনামাত্র।


ডাইনোসরের অস্তিত্ব বিলুপ্ত হয়নি।


রচনাকালঃ ০৫/০২/২০১৫