মেঘ তুমি ঘুমিও না
ভেসে যাও আকাশে
বায়বীয় মুক্ত ঝরাতে ঝরাতে
বৃষ্টির অপেক্ষায় থাকবোনা।
সন্ধ্যা নেমে যাবে নদীর বুকে
চাপা পড়া হলুদ ঘাসের মতো
বিষণ্ণ সন্ধ্যা।


মেঘ তুমি অন্ধকারে জেগে জেগে
মৃত্যু দেখেছো? হাসপাতালে
প্রিয়জন হারানোর ব্যথা?
মৃত্যু পথযাত্রীর আর্তচিৎকার?
শুনেছ কি কখনো?


মেঘ তুমি তো হালকা হও
বৃষ্টি হয়ে ঝরে ঝরে
বুকের ব্যথা কমাও।
তোমার বৃষ্টিতে সারা পৃথিবী
হয়ে উঠুক সবুজময়।


ব্যর্থ আর ধ্বংসের পৃথিবীর
আসমান ভরা শুভ্র মেঘ
আর সবুজাভ বিশ্ব।



রচনাকালঃ ৬/0৩/২০১৫