বড়ো সন্দেহ!
আমাদের এই জীবন।
পিতা-পুত্র, ভাই-ভাই
আর শাশুরি-বৌমা তো আছেই।
সন্দেহ বাতিকতা আমাদের মজ্জাগত।


কিন্তু কেন?
একটা সন্দেহ
শত শত হাজার হাজার
সন্দেহের জন্ম দেয় প্রতিনিয়ত।
সংসার ভেঙে টুকরো টুকরো হবার কারণ।


বন্ধুত্বতা!
ভেঙে খান খান
সন্দেহ থেকেই শত্রুতা
পরিণতি-পরিণতি-খুনো খুনি
রক্তারক্তি , আইন-আদালতেও সন্দেহ।


কেন কেন?
ভাতৃত্ব মাতৃত্ব পিতৃত্ব
বন্ধুত্ব সব কেন হারায় মনুষত্ব
পৃথিবীর সব থেকে বুদ্ধিধর উন্নত
মানুষ কি পারেনা সন্দেহ মুক্ত সমাজ গড়তে?