যতবার খুঁজেছি জীবনকে
       পেয়েছি শুধুই শূন্যতা
ঝাঁক ঝাঁক তারার আড়ালে
       ফ্যাকাসে মুখের ভিন্নতা।


সকাল সন্ধ্যে ছুটছি আমি
       একটু আলোর জন্য
অহংঙ্কারী নই বলেই
        আমি নাকি বন্য...!


রোজ রোজ লোভেরা সব
        আমায় ঘিরে ধরে
রঙীন আলো চশমা কালো
        আমার হৃদয় মরে।


জীবন খুঁজতে গিয়ে আমি
        পেয়েছি অবহেলা
আপনজনের তাচ্ছিল্য আর
         হৃদয় ভাঙা জ্বালা।


হৃদয় জুড়ে বৃষ্টি নামে
         যখন জীবন খুঁজি
ঈশ্বরের কোন কৃপা নেই
         অশ্রুজলেই বুঝি।


রচনাকালঃ ০২/০৬/২০১৫