প্রিয় কবি বন্ধুরা,


         শুনেছি বাঁশ বাগানে গেলে নাকি বাঁশ ঘুর্ণী লাগে। আমার এখন সেই অবস্থা। "অতিথি পূজা" র নাম পরিবর্তনের জন্য নাম চেয়ে পোস্ট দিয়ে আমিই বিপদে পড়েছি। প্রায় ৫০ টিরও বেশি নাম জমা পড়েছে।কোনটি ছেড়ে কোনটি ধরি! প্রায় সবগুলিই ভালো এবং যুত্সই। এমত অবস্থার আমি মহা ফাপড়ে পড়েছি।


          অনেক ভেবে চিন্তে আসরে শেষ যে নামটি প্রস্তাবিত হয়েছে অর্থাত  "অতিথি আলাপন" এই নামটিই বেছে নিলাম। এতে জাতকুল দুই ই থাকলো। কবির সাথে কিছুক্ষণ আলাপ পর্ব নিয়েই তো আমাদের এই অনুষ্ঠান। আবার এই অনুষ্ঠানে সপ্তাহে একজন করে অতিথি হবেন, যার হা্লহকিকত, মতামত নিয়েই চলবে আলাপন।
        
          অন্যদিকে যিনি এই আসরে র্স্রষ্টা অর্থাত উদ্যমী কবি শিমুল শুভ্র'র্ দেওয়া নামেরও অবমাননা করা হল না। তার প্রতি যতার্থ সম্মান রেখেই আমি "অতিথি আলাপন" নামেই অনুষ্ঠানটিকে নামাংকিত করছি।


         সকল কবিকে শ্রদ্ধ্যা রেখেই  আমার অনুরোধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই নাম পরিবর্তনকে দেখবেন। এবং অনুষ্ঠানটির উৎকর্ষ বৃদ্ধিতে আমাকে পরামর্শ দান করে এগিয়ে যেতে সাহায্য করবেন।