দুয়ারে আমার দাঁড়ায়ে তুমি
জাগাইলে নিশার স্বপনে,
ছিন্ন বীণার ছন্দে ও সুরে
রহিলাম আমি রিক্ত তপনে।


স্বর্ণ ধানের ক্ষেত্রে যেমন
কোমল হাওয়া প্রেম দোলায়,
ধরণী বক্ষে আবেশিত আভরণ
মথিত মননে মম হৃদয়।


কম্পিত কণ্ঠে কহিলাম আমি
প্রভু প্রণিপাত হয়ে জোড় কর
পলায়িত প্রাণ তিরোহিত পুরুষ
গ্রাসিল বিশ্ব দস্যু বর্বর।


মস্তকে হস্ত রাখিয়া কহিলে
সুধাসক্ত তুমি শ্রান্ত প্রান্তপাল
মন্থর সাজে জাগিবে প্রত্যুষ
মলমাস যাবেই রবেনা চিরকাল।


রচনাকাল : ০১/১২/২০১৫