বাতাসে আজ স্বর্ণালী সাজ
আকাশ জোড়া আলো,
সমীরণ বলে উড়ায়ে দলে
গোয়ালে ধেনু এলো।
একটু পরে গাঁয়ের ঘরে
জ্বলবে সাঁঝ বাতি
রজনী ভরা সজন যারা
জাগবে নিশি রাতি।
সকাল হলে চাষিরা চলে
নিজের বাকী কাজে,
ধেনুর গলে জোয়াল চলে
ধরার মাঝে মাঝে।
কেউবা ভুখা স্বজন সখা
পেটের দায়ে ঘোরে,
সারাটা দিন নদীতে মিন
তরনী টানে জোরে।
কেউবা দূরে শহর ঘুরে
কামায় রোজ রুটি,
রোজের টাকা পকেট ফাকা
ওদের নেই ছুটি।



রচনাকাল : ০৫/১২/২০১৫