দুধের শিশুদের নির্বিচারে হত্যা করে যারা,
শোনিতে যাদের রক্তের নেশা,
শিকড়ে যাদের আগাছার মূলত্রাণ-
মায়ের বক্ষমূলের ব্যাথা
কী তাদের দোলা দেয়?


যন্ত্রণার মুখ দেখে যারা উল্লাস নৃত্য করে,
লালাভ স্রোতে যারা গা-ভাসাতে অভ্যস্থ,
ভাঙ্গনের খেলায় যারা উন্মত্ত
দিগন্তরেখা তাদের বিষ-নিঃশ্বাসে
কলঙ্ক-কলুষিত মৃতপ্রায়।


কোকিলের কুহুতান,আজ বিলীন!
শাখাময় স্তবকে স্তবকে বিষাক্ত কুঁড়ি
বিশ্বযুদ্ধের রণহুঙ্কার বাতাস জুড়ে।
বাতাসে মাংসপোড়া গন্ধ স্পষ্ট।
পূর্ণিমার চাঁদ উঠবে কিনা জানিনা,
শরতের হিমেল বাতাসের সঙ্গী
রক্ত মাখা লবনাক্ত কুয়াশা।


যন্ত্রণা কাতর মৃত্যুর অপেক্ষারত
মানব সন্তানের ক্রন্দনে
মুখ ঢেকেছে জ্যোৎস্নার রাত।
মানব প্রেমের গান আজ
মানুষ রূপি ফানুষের বিজয় সঙ্গীত।