সূর্যের তাপ প্রখর হচ্ছে
অনেক দিন ম্লান করে রেখেছিল
                           নিজেকে।
সূর্যমুখিরা প্রতীক্ষায় ছিল
                        এতদিন!
                  
বহুদিন!
শান্ত, স্থিতধীরা
দেখেছে যে সূর্যকে
এবার দেখবে মধ্য গগনের
দীপ্ত, উজ্জ্বলীকৃত, মহিমান্বিত
                              সূর্য।


এটাই তো কাম্য
অস্তিত্ব, নিজস্বতা ভুলতে নেই
ছোবল মারতে না পারলেও
মাঝে মাঝে ফণা তুলতে হয়।
                     ফোঁস করে।


রচনাকালঃ ১১/০৪/২০১৬