জন্ম- মৃত্যু বিয়ে
     তিন বিধাতা নিয়ে
          শুনবো কত আর,
যে যা পারে বলে
       শুনলে কি আর চলে
           পাইনা দেখা তার।


এদিক ওদিক চলি
      যাকে পাই বলি
            দিতে পারো খোঁজ,
মনের মত মন
       পাবো কতক্ষন
            ভাবি আমি রোজ।


দাদা কিম্বা দিদি
       দেখা পাই যদি
            বলে সেই কথা
যত দিন যায়
       সেই চিন্তা হয়
          পাই মনে ব্যাথা।


গ্রামে গঞ্জে খুঁজি
       বন্ধু-বান্ধব বুঝি
             কেউ নয় আপন
নিজের তরে নিজে
        কত আপন সেজে
               করে দিন যাপন।


তার কথা ভেবে
         দেখা পাব কবে
               দিন চলে যায়
মন দেয়া নেয়া
         জন্ম-মৃত্যু-বিয়া
                অসময়েই নয়।


রঅনাকালঃ ০১/০২/২০০৭