ভালোবাসায় যদি, ভালোবাসা থাকে
তখন, শিশির ভেজা ঘাসে,
আলগা পায়ে হাঁটলেই, মন ভরে যায়।


ভালোবাসায় যদি, ভালোবাসা থাকে
তখন তৃপ্ত চোখে, নতুন লাগে ভোরের রোদ্দুর।
তখন দুপুরের রোদও , সোনা হয়ে ঝরে
বাতাসে ভাসে, কানে আসে আগমনীর গান।


ঠিক বিকেল নয় আবার সন্ধ‍্যেও নয়
যখন গোধুলী বেলা,
তখন আকাশও, কেমন কবিতা হয়ে যায়।


ভালোবাসায় যদি, ভালোবাসা থাকে
তখন রাতে বারান্দায় বসে,
একটি একটি তারা গুনে গুনে,
সপ্তর্ষি মন্ডলও বানানো যায়।


সবকিছু হুবাহু এমনি হোতে পারে,
যদি ভালোবাসায়, ভালোবাসা থাকে।


তবে জানোতো,
ভালোবাসাও বিপন্নতায় ভোগে!


যদি ভালোবাসায়, ভালোবাসা না থাকে
শুনেছি, তখন এই পৃথিবীকেও বিষন্ন  মনে হয়!