বিরহ বেলায়, বাগানে যাই,
ঘুরে বেড়াই, বাঁক খাওয়া নদী পারে
পাহাড়ের তল থেকে,
দূর-বহুদূর, আকাশে তাকাই ।
বিরহ বেলায়, ফুলের বাহারে
মনের খেয়ালে, তোমাকে সাজাই ।

ভাবি,
বিরহ কি আয়না ?

ভালোবাসায় বড় ব্যথা,
গভীরতা - এ আয়নায় দেখতে পাই ।