মান অভিমানে,
দুজন দুদিকে দাঁড়াতে পারে।
দাঁড়াতেই পারে!


মান অভিমানে,
রোদ- বৃষ্টিতে,
নিজের মতো হাঁটতে পারে।
হাঁটতেই পারে!


শীত দেখলো,তোমরা বেশ আছো।
বসন্ত দেখলো, তোমরা ভালো আছো।
তোমরা যা বললে,সবাই তাই শুনলো
তোমরা যা বোঝালে,সবাই তাই বুঝলো।


গভীর রাতে, স্বপ্নে এসে
শুধু ভালোবাসা বলে গেল


তুমি ভালো নেই,
ও ভালো নেই,
তোমরা কেউ ভালো নেই,
কেউ ভালো নেই।