ওরা শুধু পুলিশ তো নয়
ফুলিস বলেও ডাকতে পারোই ।
মাইনে আজ লক্ষ হলেও
আসলে সেটা একশো বারোই।


জনগণের মারটি খেলে
টেবিলের  তলায় ঘাপটি মারে ।
অন ক্যামেরা দুহাত জুড়ে
হাউ হাউ করে কাঁদতে পারে ।


ওদের আজ সবই আছে –
মধ্যপ্রদেশে বিশাল ভুঁড়ি ।
নেতা নেত্রী সামনে এলেই
অদৃশ্য লেজ দেয় সুড়সুড়ি ।


পরিশ্রমী খুব একটা নয়
অল্প কিছুই খাটতে পারে ।
মন্ত্রী – বাড়ির বাজার থেকে
জুতোর ফিতে বাঁধতে পারে ।


চোর ডাকাতের নাগাল পায় না
তোলা তোলে রাস্তার মোড়ে ।
দিব্য কাটছে জীবন ওদের
আছে ওরা আশ্চর্য ঘোরে ।


সাদাসিধে মানুষের কাছে
ওদের লাঠি হয় তলোয়ার
জটায়ুর কথায় বলি –
পুলিস তুমি – “আশ্চর্য জানোয়ার” ।