রাতভর তাকিয়ে তোমার ম্যাসেঞ্জারের দিকে
সবুজ বাতির আসা
তোমার মুখের একটু অদেখা হাসিতে
খুব চেনা প্রাচীন সুখে ভাসা
আমার করা ইচ্ছেকৃত সব ভুলের গায়ে মাখা
সম্পর্কের উপসংহার লেখার ভয়!


এরপর যদি বলো ভালোবাসোনা আমায়
না হয় মেনে নিলাম সে কথা
তবে এগুলোকি ভালোবাসা নয়?


কখনো তুই করে কথা বলা, কখনোবা তুমি
এই নিয়ে নেই কোন প্রক্ষেপণ
মনের বোবা টানে যখন তখন অকারণে
নাম ধরে ডাক দেবার মিষ্টি আয়োজন
অথবা অভিমান চাপা হাসি মুখে নিয়ে বলা
এতো ভালো না বাসলেও হয়!


এরপর যদি বলো ভালোবাসোনা আমায়
না হয় মেনে নিলাম সে কথা
তবে এগুলোকি ভালোবাসা নয়?