তার চেয়ে বরং ফিরে আয়
ক্যানভাসের অর্ধেকটা এখনও ফাঁকা পড়ে আছে
হতাশার স্টেশনগুলো ছুঁয়ে ছুঁয়ে
তুই নামক এলোমেলো আগন্তুকের অপেক্ষায়।


যে পথিক ঊর্বশীর ভালোবাসার বন্ধ্যা জমিতে
প্রেমের বীজ লাগিয়েছিল –
ঘড়ির কাঁটার পুরোন চলার পথে
সে পথিক আজ অতীত ফেরী করে ।


ঘৃণা দিয়ে মমি করে রাখা বোধহীন হৃদপিণ্ড
অচল হবেনা কোনদিন
প্রকৃতি যে তোকে কারও অপেক্ষায় বসিয়ে রেখেছে
অথবা কেউ অপেক্ষায় আছে তোর।


নিঃশ্বাসে লাখো মুহূর্তের নীল নোনাজল নিয়ে
নাটকীয় চাহনির ইশারায় পারলে একটু ভিজিয়ে দিতে আসিস
তোর জোড়া পাহাড়ের ভাঁজেই আমার বসবাস
যেখানে বিশাল আকাশকে বড় একা মনে হয়।