কোথায় যেন অচেনা শুন্যতা
কিসে যেন আঁতকে উঠছে হৃদ স্পন্দন
লাশ রূপে নিজেকে দেখার ভাবনা
ইস, ডুমঘরের শেষ লাশটার জন্মপরিচয় জানা হলো না।


লেপ্টে থাকা তোমার সিঁথির সিঁদুর
ইঁদুরে কেটে ফেলেছে পুরো রবীন্দ্রনাথ শুধু দাঁড়িটুকু বাকি
কেউ তোমার পায়ে নূপুর পরায়
তোমার আত্মাটা কবে মুক্তি পাবে জানতে চাই!


সরষে দিয়ে ইলিশ রান্না করেছি
এখানে খুদের চালের ভাত খেতে হয়
তবে এখন প্রায়ই দেখা হয় লাল পানির সওদাগরের সাথে
ডালে লবন দিতে ভুলে গেছি!