কিগো অচিন পাখি,
হঠাৎ হঠাৎ এমন আবদার করলে হয় কও!
এই পোড়া সংসারে আমার কত কাম পইরা থাকে,
সাদা চামড়ার বাবুরা একটুও প্রেম বোঝেনা,
অগো কাছে বইস্সা তোমারে লইয়া কবিতা লিখলে অরা হাসে,
আমারে পাগল কয়!


তয় অরা কি কইরা বুঝবো,
খোলা ডিঙ্গায় জোছনা রাইতে জলের ভিতরে,
তোমারে দ্যাখতে কেমন লাগে!
কইলজার কোনহানে খাইল্লা খাইল্লা লাগে যহন তুমি দূরে থাকো!
যে বাউল সুর বোঝেনা তার আবার একতারা!


আমি এহন যাই,
আবার যহন সময় পামু লিখমু নে,
তুমি ভালো থাইক্কো
তোমারে খুব মনে পরে অচিন পাখি