আমায় ভালোবাসলে মরতে জানতে হয়
তুমি মরতে শেখোনি
শিশির ফোঁটায় চিঠি লিখে রেখেছি
তুমি পড়তে পারোনি।


সেই শুকনো ফুলগুলো সুবাস ছড়িয়েছিল
তুমি বুঝতে চাওনি
বাউল পথিক বেঁধেছিল তোমায় নিয়ে গান
তুমি শুনতে পাওনি।


শেষরাতটা বারবার তোমার নাম ধরে ডেকেছে
তুমি সাড়া দাওনি
সোনালী অতীত নর্দমায় মৃত পরে ছিলো
তুমি ফিরেও তাকাওনি।


ফিরে এসে বহুবার বলেছি খুব ভালোবাসি
তুমি বিশ্বাস করোনি
আমার সময় তোমার নামে লিখে দিয়েছি
তুমি আগলে রাখোনি।