জীব‌নে প্রথম অনুভু‌তির সাক্ষাৎ
হৃদয় হয়‌তো চা‌চ্ছে কাউ‌কে আপন কর‌তে,
হঠাৎ বাঁধা প‌রে‌ছে কোন এক ললনার প্রে‌মে
সে চায়না হৃদয় দি‌তে অজানা এক ভ‌য়ে।


আচ্ছা ব‌লো‌তো-
কোন মা কি পে‌রে‌ছে প্রসব বেদনার ভ‌য়ে
সন্তান‌কে দু‌নিয়ার আ‌লো না দেখা‌তে,
পৃ‌থিবীর কোন শ‌ক্তি কি পে‌রে‌ছে
আত্মহু‌তি দেয়া প্রে‌মিক যুগ‌লের মিলন ঠেকা‌তে।


ত‌বে কেন ভয়-
চ‌লো সহস্র বছ‌রের ব্যবধান ঘুচাই
বন্দী হই ভা‌লোবাসার স্বর্গীয় আ‌লো‌তে,
এক জন‌মের মিলন হ‌বে না পুরণ
ভরা এই  যৌবন য‌দি যায় চ‌লে।