বিষাদ কা‌লো অন্ধকার ছুঁ‌য়ে‌ছে আমায়
অজানা এক রো‌গে ধ‌রে‌ছে
মন খারাপ নাম তার,
জন শুন্য সড়ক, ফাঁকা বা‌ড়ির উঠান
এত ডা‌কি আজ অ‌ব্দি দেয়‌নি সাড়া কেউ।


কত পথ আ‌ছে কত‌ দি‌কে যায় চ‌লে,
আমার দি‌কে কোন পথ আ‌সে না পথ ভু‌লে,
হাজার বছর কাট‌বে কি তাহ‌লে
চাতক পা‌খির মত,
সঙ্গ দি‌তে নিশাচ‌রের আস‌বে না আর কেউ।


শুন্য বা‌ড়ি, শুন্য মন চল‌ছে নির্বাসন
বিধাতা হয়‌তো রাগ ক‌রে‌ছে
শা‌স্তি তা‌ই দি‌চ্ছে অ‌বিরত,
রাগ, কান্না এমন‌কি কা‌রো পদ ধ্ব‌নি শু‌নি না
দরজাটা খোলার নাই কেউ।


কেউ ডা‌কে না, কেউ শো‌নে না
একলা একা আমার আ‌মি রই
লাশ কাটা ঘ‌রের লা‌শের মত বে‌চেঁ আ‌ছি,
তারপরও বে‌চেঁ থাক‌তে চাই
পাগ‌লের মত কাউ‌কে ভা‌লোবাস‌তে
জা‌নি পোড়া এ জীব‌নে আস‌বে না কেউ।


কো‌টি কো‌টি বছর ধ‌রে হৃদ‌য়ের সাম্রা‌জে হাহাকার
তবু তাঁর প‌থের দি‌কে তা‌কি‌য়ে রই,
নয়ন আজ আ‌লোহীন,
তবু তাঁর আসার অবসর মি‌লে‌নি,
তাই‌তো অ‌পেক্ষার পালা দীর্ঘতর,
অবসান ঘটা‌তে আ‌সবে না বু‌ঝি আর কেউ।