বৈশা‌খের কাঠ ফাটা রো‌দে,
হৃদ‌য়ে উ‌ঠে‌ছে জোয়ার,
আমার বুক ভি‌জে চৌ‌চির,
বিশুদ্ধ আনন্দাশ্রু‌তে তোমার।


দীপ জ্বালা সন্ধ্যায়,
দিগ‌ন্তে না‌মে আধাঁর,
তোমার ঘনকা‌লো চুলে,
সাই‌ক্লোন চল‌ছে ভালবাসার।


কাঁজল কালো নয়‌নের গ্রা‌সে,
ক্ষ‌য় হ‌য়ে যা‌চ্ছে অ‌স্তিত্ব দু'জনার,
কাঁপা ঠো‌টের আদ‌রে,
প্রণ‌য়ের নেশায় কাট‌ছে মহাকাল।


স্ব‌র্গের অপ্সরা ধরনী‌তে যেন,
নীল শা‌ড়ি বিহীন দেহ তোমার,
ভালবাসার সূর্য্যস্না‌নে হ‌লো ভোর,
তবু মি‌টে‌নি আশা, তৃষ্ণার্ত হৃদয়ে হাহাকার।