সম‌য়ের হা‌তে ন‌সিব বন্দী,
আয়নার প্র‌তিচ্ছ‌বি মি‌থ্যে, বি‌বে‌কের কা‌ছে।


কষ্ট আ‌ছে ব‌লেই সুর সুমধুর,
তৃষ্ণা যেখা‌নে বন্ধুত্ব গ‌ভির হয় বন্ধ‌নে।


কেউ মান‌বে কেউ মান‌বেনা,
তবু জীবন চ‌লে  জিব‌নের নিয়মে।


উ‌দ্দেশ্য পুর্ণ হওয়ার পরও অপুর্ণতা,
তু‌মি ছাড়া আর কিছু চাই না জীব‌নে।


মানবের ছাঁয়া দেখা যায় আ‌লো‌তে আস‌লে,
আ‌মি আ‌লো‌কিত তু‌মি আমার হই‌লে।


চাঁদ‌নির প্র‌য়োজন চাঁদ‌কে; পৃ‌থিবী‌ রাঙা‌তে,
তোমা‌কে প্র‌য়োজন আমার জীবন সাঁজা‌তে।