১.
নয়‌নের তারা ক‌লিজার শীতলতা,
প্রা‌ণের পড়শি তু‌মি বাঁচার প্রেরণা।


২.
পৃ‌থিবীকে তোমার কদ‌মে পদানত ক‌রে,
জাগা‌বো সকল প্রে‌মি‌কের বিপ্লবী স্বত্ত্বা‌কে।
যত মারানাস্ত্র আ‌ছে, তার মাল্য বা‌নি‌য়ে,
সিমাবদ্ধতা কখ‌নোই ছিল না প্রে‌মিক বা বিপ্লবীর বু‌কে।


৩.
নি‌ষিদ্ধ উপত্যাকায় বসবাস,
নেই ভা‌লোবাসার অ‌মৃত স্বাদ।
নয়নতারায় কাজল দেখা হয় নি,
কা‌লো টিঁপ; আজ দুরপরবাস।


৪.
একটা রাই‌ফেল চাই সা‌থে কিছু গু‌লি,
পুস্প মাল্য বা‌নি‌য়ে তোমায় দেব অঞ্জলি।