১.
দেহ ছেড়ে আত্মা গেলে,
মানুষ তারে মরা ভাবে।
মুখ থাকে কথা নাই,
চলতে সে না পারে।
২.
দেহ আছে, আত্মাও,
কথা বলে, নড়েচড়ে।
তাকে শুনি কি বলে?
মনটা যার মরে গেছে!