অলস দুপুর, গোধূলি পেরিয়ে সন্ধ্যা,
নীরবে নিভৃতে রাত পোহালে ভোর হয়।
কখনও শান্ত কখনও চঞ্চল প্রেমের শব্দ,
সান্ধ্য-ধ্বনির নান্দনিক ভাঁজে, মুগ্ধতা চিরন্তন।


লাল টিপ, রঙীন কাঁকন, রাঙা দুটি চরণ,
গোধূলি কন্যা, জাদুকরও বটে, বিছায়েছে ইন্দ্রের জাল।
বাঁশিওয়ালার বাঁশিতে একই সুর বাজে হয়ত,
নিঃসঙ্গতার নিয়ম পর্যায়ক্রমে ভাঙছিলাম।


রুপালি আলোর অস্পৃশ্য ছোঁয়ায়,
বিড়ম্বনায় অসমাপ্ত মুক্ত দিগন্ত, মুক্ত বিহঙ্গ।
মিষ্টি কণ্ঠস্বরে প্রেমের বর্ষণ সারাক্ষন,
কলঙ্কের আলোকিত ছুরিকাঘাতে আহত।


সময়ের আর্বতনে আবদ্ধ যান্ত্রিক জীবন,
হবে কি অনন্তকালের আকাঙ্খার অবসান।
নৃত্যের তালে বেহুশ আত্মা, ভাঙবে নিয়মজাল,
ভালবাসা দিয়ে কেউ ঢাকবে ভালবাসার আচ্ছাদন।