প‌রিত্যাক্ত বি‌কেল; বৃ‌ষ্টির ধারা,
অ‌ঝোড় শ‌ব্দে প্রকৃ‌তির রঙ খেলা।


রিম‌ঝিম ধারা‌তে; বেলা ও অ‌বেলা‌তে,
ভালবাসার ছোঁয়া; হিম অবগাহ‌নে।


অপরুপ মেঘেরা খে‌লে বর‌ফি খেলা,
জল ধারার‌ উচ্ছা‌সে না‌চে বা‌লিকা।


মাতাল বৃষ্টির সঙ্গ‌মে; ধরা সিক্ত,
প্রিয়তমা কর‌ছে পাগলা প্রেম নৃত্য।


জলর‌ঙে জলপ‌রি; প্রিয় মোহমায়া,
প্রেম র‌ঙিন হয়; ঝড়লে জলধারা।