প্রিয়তমেষু,
অনেক দিন তোমার আদরমাখা
শব্দের পরশ পাওয়া হয়নি।
মিছিলে মিছিলে সেই সুর
অনেক দিন হয় বাজেনি।


তোমাকে লেখা নীল শব্দের গাঁথুনি,
হারিয়েছে যান্ত্রিক গোলযোগে!
প্রিয় খাম সাথে রানারের পথচলা
বৈশ্বিক ষড়যন্ত্রে থমকে গেছে।


শব্দদের নিরব আত্মাহুতি,
সকলের অগোচরে, কেউ দেখেনি!
সামন্ত স্বার্থে ডাকবাক্সরা বনবাসে,
প্রেমিকারা তার খোঁজ রাখেনি!