দি‌নে রাই‌তে ম‌রি আ‌মি চল‌ছে তবু দেহ ঘ‌ড়ি,
আজব দে‌শে জন্ম আমার চল‌ছে কাল ক‌লি,
স্বা‌ধীণ হ‌য়েও যেথায় রোজ মু‌ক্তি খুঁ‌জি,
‌চো‌রে ক‌রে ধর্ম কর্ম ইমাম জেল ক‌য়ে‌দি।
নারী ইজ্জত বে‌চে মোবাইল কে‌নে,
ধর্ষক বী‌র‌বে‌শে চ‌লে স্বাধীন ভা‌বে,
বাবার বি‌য়ে ছে‌লে বর যাত্রী,
মায়ের পর‌কিয়ায় সন্তা‌নের ব‌লি।
কা‌রো আ‌ছে টাকার পাহাড়, কা‌রো রাজনী‌তি,
‌দেয়ার ইজ নো কা‌লো টাকা বানী দেয় মন্ত্রী,
মানুষ হত্যার নী‌তি‌তে ‌দে‌শের নেত্রী,
আ‌ন্দোল‌নে চাই‌তে হয় রাজাকা‌রের ফাঁ‌সি।
গুরু শি‌ষ্যের বাজার মন্দ,
ছাত্রীর প্রে‌মে শিক্ষক অন্ধ,
ভাইবা চিন্তা ব‌লি আ‌মি বেকার,
‌কি হই‌ছে আর কি হ‌বে সোনার বাংলার।