অনেক দূরের দেশ পথ প্রান্তর ঘুরে,
পথ চলা শেষ হলে ভালোবাসা যত আছে,
পথিক আমি বটবৃক্ষ তোমার ছায়া হয়ে,
গোলাপের ঝড়া পাপড়ি দিগন্ত জু‌ড়ে।


চারিদিক ধুসর আচ্ছাদিত অন্ধকার কুয়াশায়,
যেখানে রাস্তা সবুজ গিড়ির কিনারায়,
ক‌ষ্টের অমাবস্যায় সু‌খের পূ‌র্ণিমায়,
অমূল্য তুমি এ‌সো নীরব প্রাণে দীপ্ত আভায়।