লালসার অন্ধ বিশ্বা‌সে আবদ্ধ ঐশরীক কামনা,
হৃদয়হীন মানবিকতার দ্বারে কাঁদে মানুষের স্বত্তা।


অস্তিত্বের শূন্যতা উজার করে অদম্য উচ্ছাসে,
স্বপ্নভিলাষী হৃদয় আতঙ্কিত বেসামাল আচরণে।


বাঁধ ভাঙ্গা নির্বাক নিস্তব্ধ ভালবাসার জঙ্গল,
ত্রিদশালয়ের অসামাজিক রীতিনীতি‌তেই মঙ্গল!


বিবর্ণ প্রাণের ভাষা ছায়াচ্ছন্ন বৈচিত্রের প্রত্যাশা,
সৃষ্টির অভিলাষে পবিত্র নগ্নতায় মিলনের আকাঙ্খা।