আশার ঢেউ তুলে সুখের কিনারায়,
কাঁশফুলের দোলায়, হৃদয়ের আকুতি শোভা পায়।


শ্বেত শঙ্খের গহ্বরে, ঝড় অঝর ধারায়,
স্বপ্নের বিছানায়, বিবাদের ঘন বরষায়।


মৃদু মৃদু দু’চোখের পাতায়,
তোমার সাধনায়- আমায় দেখার আশায়।


রাত্রি নিঝুম, নিস্তব্ধ পৃথিবী, নিশ্চুপ, নিরবতা,
আলো আঁধারির রূপালী জোছনা, সহস্র তারার মেলা।


প্রকৃতি সাজিয়েছে রাতের নিস্তব্ধতাকে,
জোনাকীর আঁধারে, জোয়ারের প্লাবনে।


উদ্দেশ্যহীন, নির্জনতার মাঝে, অচেনা সমুদ্রতটে,
হবে দেখা তোমার-আমার পথ ভুলে।