দ্রোহের আগুন মনে জ্বলে যে,
তোর প্রেম জ্বালা মরন জ্বালা যে।
তোকে ভালবেসে জ্বলেছি,
মরার আগে মরেছি।


কথা ছিল পাশে থাকবি জীবনে মরনে,
শুরুর প্রেম শৈশব কালেতে,
যৌবনে সেই প্রেমেতে ভাটা,
সবই কি তর ছলনা যে।


দ্রোহের আগুন মনে জ্বলে যে,
তোর প্রেম জ্বালা মরন জ্বালা যে।


বাল্যকালের প্রেম ছাড়িয়া,
আমারে দু:খের দরিয়ায় ভাসাইয়া,
কি পাইলি তুই মন ভাঙিয়া,
ভাঙা মনে তোর ছবি যে।


দ্রোহের আগুন মনে জ্বলে যে,
তোর প্রেম জ্বালা মরন জ্বালা যে।