প্রতিক্ষণ প্রতি মূহুর্তে জাগতিক খেয়ালে
ভেঙেচুরে চুরমার করছি নিজ স্বত্তাকে,
কখনো তোমার ব্যাঙ্গাত্বক হাসিতে
কখনো নিয়তির নিষ্ঠুর পরিহাসে।


ভাঙা গড়ার নিয়মে পরিবর্তিত জীবন
প্রকৃতি খেলছে তার বেখেয়ালি নিয়মে,
বেহিসেবি জীবনের প্রতি অধ্যায়
তবুও যাচ্ছে চলে নিখুঁত হিসেবে।


সময়, দিন এক এক করে বিলীন হচ্ছে
মহাকালের অতল গহ্বরে,
ধীরে ধীরে অথচ শান্ত স্থীরভাবে
এগিয়ে যাচ্ছি মালাকাল মউতের দিকে।