এতো আলো চারদিকে
তবু শুন্যতা হৃদয় মাঝে,
অপরাধ কি জানে না অপরাধি
ধ্বংস হচ্ছে শাস্তির কড়াল গ্রাসে।


কাটে বিনিদ্র রজনী
তার কণ্ঠস্বর মধুর সুরে বাজে,
রাঙা পায়ে নুপুর পরে
ধরণী তার নৃত্যে নাচে।


পা কি দিলাম ভুলের ফাঁদে?
মায়াবতীর ছলা কৌশলে।
দুঃখ দিতে এসেছে সে,
ভালবাসার জাল বুঁনে।