পরজন‌মে পাঠাইও আমা‌কে তাঁর জঠ‌রে,
তোমার কা‌ছে মিন‌তি আমার জগতের বিধাতা।


তাঁর ঘ‌রে‌তে বড় হ‌বো মমতার ছায়ায়,
একটু বড় হ‌য়ে ছে‌ড়ে যাব তাঁর মায়া।


বুঝ‌বে সেঁ সন্তান হারা‌নোর বেদনা,
আ‌মি যেমন কাঁদি এখন তাঁ‌কে ছাড়া।


দিন যায় তাঁর বিহ‌নে, জ্ব‌লি প্রেমাগু‌নে,
পু‌ড়িয়া হ‌য়ে‌ছি কালা, কে বু‌ঝি‌বে মন বেদনা।


ছু‌রি চালাই‌লে মুরগীর গলায় যেমন সে ক‌রে,
আ‌মি তেমন ছঁটফট ক‌রি না পে‌য়ে তাঁর মমতা।