পৃ‌থিবী সৃ‌ষ্টি ক‌রে‌ছেন স্রষ্টা সৃ‌ষ্টি‌কে ভাল‌বে‌সে,
মহামান‌বেরা যু‌গে যু‌গে যায় সে গান গে‌য়ে।


ভালবাসার কাঙাল সৃ‌ষ্টিকুল খোঁজে মন থে‌কে ম‌নে,
কেউবা পায় কেউবা হারায় হৃদ‌য়ের খেলা‌তে।


ভাল‌বে‌সে য‌দি ঠাঁই দাও ম‌নে অদৃশ্য স্রষ্টা পা‌বে,
দৃশ্যমান‌কে য‌দি দি‌তে পা‌রো মন হ‌বে না অন্য উপা‌য়ে।


ভালবাসায় স্বর্গ তা‌তেই বে‌হেস্ত জা‌নে সর্বজ‌নে,
তবু কেন ঘৃনা ক‌রে মন রে‌খে‌ছো দু‌রে ঠে‌লে।


যুগে যুগে যত আবতার এসেছে ধরাতে,
বিলিয়েছে তারা স্রষ্টা প্রাপ্ত প্রেম মানব মনে।


সক‌লে তাদের মর্মবানী ধারন করি হৃদয়ে,
ভালবাসতে যাই যখন ভাসি রক্তবানে।