ম‌নের সিমা‌ন্তে কাঁটাতা‌রের বেড়া দি‌য়ে‌ছো তু‌মি
আ‌মি খু‌লে রে‌খে‌ছি অ‌বিরত,
আ‌মি শা‌ন্তির বারতায় ডে‌কে‌ছি
তু‌মি দে‌খে‌ছো যু‌দ্ধের লাল নিশান।


কা‌ছে এ‌সে দু‌রে চ‌লে গে‌ছো তু‌মি
নি‌জের অজানা ভ‌য়ে,
অ‌পেক্ষায় আ‌ছি তোমার বাহু‌তে
জড়া‌বো ব‌লে,
বর‌ফের মত ইস্পাত ক‌ঠিন হ‌য়ে।


কাল বৈশা‌খি ঝড় লণ্ড-ভণ্ড ক‌রে
দিয়ে যায় সব,
কিছুই স্পর্শ ক‌রে না আমা‌কে,
ধ্বংশ ক‌রে নি‌জে‌কে বিজয়ী ক‌রি তোমা‌কে।